নয়ন হত্যার প্রতিবাদে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
প্রথম নিউজ, বাকৃবি ময়মনসিংহ : কুমিল্লার মহাসমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হত্যার প্রতিবাদে আজ ২০ নভেম্বর রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এসে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার, আশরাফ আহমেদ সদস্য মেহেদী হাসান, আবির, ইসমাইল সহ প্রায় শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন," অন্যায় ভাবে পুলিশ দিয়ে গুলি করে ছাত্রদলের নেতাদের কর্মীদের হত্যা করে আমাদের নৈতিক আন্দোলনকে এ সরকার দমিয়ে রাখতে পারবেনা, দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অতীতের ন্যায় জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই রাজপথে থাকবে।"
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews