বিরাট-আনুশকার বডিগার্ডের বেতন কত?
সাম্প্রতিক হিসাব অনুযায়ী জনপ্রিয় এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভারতের সিনেমা এবং ক্রিকেট জগতের ‘পাওয়ার কাপল’ হলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী জনপ্রিয় এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। আনুশকার বিয়ের আগে থেকেই তার দেহরক্ষীর কাজ করেন প্রকাশ সিংহ। তবে আনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষী প্রকাশকে সবাই সোনু নামেই চেনেন। আর বিয়ের পর এখন তিনি বিরাটেরও নিরাপত্তার দায়িত্বে আছেন।
বিরাট কোহলি এবং আনুশকার পরিচিত মহলের মানুষজন জানেন, সোনুকে পরিবারেরই একজন হিসেবে দেখেন বিরুষ্কা। এমনকি সিনেমার সেটে থাকলেও তার জন্মদিন পালন করতে ভোলেন না এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সোনুর বেতনের অঙ্ক; যা দেখে চমকে গিয়েছেন অনেকেই।
এক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে এসেছে বিরুষ্কার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতন এক কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে ১০ লাখ টাকা হাতে পান সোনু। নিরাপত্তার জন্য বহু তারকাই বিপুল অর্থ ব্যয় করে থাকেন। জনপ্রিয় তারকাদের ঘিরে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তার জন্যই এ নিরাপত্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: