ব্রিজ ভেঙে ট্রাক নদীতে / সাজেক-দীঘিনালা রুটে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা ও বাঘাইছড়ি রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে ট্রাক নদীতে / সাজেক-দীঘিনালা রুটে যান চলাচল বন্ধ

প্রথম নিউজ, নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা ও বাঘাইছড়ি রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা মানবজমিনকে জানান, এই বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ। কিন্তু এটা জেনেও ১৫-২০ টনের অতিরিক্ত মালামাল পরিবহন করে ট্রাক চালকরা। এতে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। ব্রিজটি মেরামতের জন্য বিকালের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: