বীর বাহাদুরের দাম চাওয়া হচ্ছে ৯ লাখ

প্রথম নিউজ, পিরোজপুর: আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার কলাখালি গ্রামে সরদার এগ্রো ফার্মে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির একটি ষাঁড়। যার নাম দেওয়া হয়েছে ‘বীর বাহাদুর’। ফ্রিজিয়ান জাতের কুচকুচে কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ছয় ফুট এবং দৈর্ঘ্য আট ফুট। বয়স ছয় বছর। ২৫ মণ ওজনের এ ষাঁড় গরুটির দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা। ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ফার্মের পাশে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।
সরদার এগ্রো ফার্মের মালিক এসএম জিয়াউল এহসান পলাশ বলেন, ঢাকার একটি গরুর বাজার থেকে ২০২১ সালে ফ্রিজিয়ান জাতের এ গরুটিকে তার ছোট ভাই এস এম সোহেল সরদার এক লাখ ৭০ হাজার টাকায় কিনেন। এরপর থেকে নিজেদের খামারে গরুটি লালন-পালন করে আসছেন তারা।
তিনি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করি। প্রতিদিন তিনবার গোসল করানো হয়। গরুদের কাঁচা ঘাস, চালের কুড়া, ভুট্টা, ডাল দেওয়া হয়। খামারে বর্তমানে ১২টি গরু রয়েছে, যেগুলো ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত।’
তবে গরুর ন্যায্যা দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন এ খামারি। পাশাপাশি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘অনেক ডেয়রি ফার্মের মালিকরা তাদের (উপজেলা প্রাণী সম্পদ বিভাগ) ওপর ভরসা রাখতে পারছেন না। ফলে আমাদের এখানে ডেয়রি ফার্মের বিস্তার হচ্ছে না।’