বার ড্যান্সার হয়ে ধরা দিচ্ছেন পূজা চেরি

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী পূজা চেরি

বার ড্যান্সার হয়ে ধরা দিচ্ছেন পূজা চেরি
বার ড্যান্সার হয়ে ধরা দিচ্ছেন পূজা চেরি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী পূজা চেরি। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা। এবার ব্যাংককের বার ড্যান্সার হয়ে ক্যামেরার সামনে আসছেন এই অভিনেত্রী।

পূজা চেরি জানান, সম্প্রতি ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। নারীপাচারের গল্প নিয়ে নির্মাণাধীন এ সিনেমার শুটিং চলছে ব্যাংককে। সেখানে একজন বার ড্যান্সার ভূমিকায় কাজ করছেন তিনি। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন।

‘পরী’ সিনেমায় ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি।

অন্তর্জালজুড়ে ব্যাংকক ভ্রমণের ছবি। অনুসারীরা ভাবছিলেন, হয়তো অবকাশ যাপনে আছেন ঢালিউড সুন্দরী পূজা চেরি। কিন্তু না, ‘পরী’ হয়ে ব্যাংককে গেছেন নায়িকা। 

নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই ফিল্মে পূজার নায়ক জোভান আহমেদ। সাজু মুনতাসিরের গল্পে এটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom