ব্যবসায়ীদের আহাজারিতে ভারী নিউমার্কেট এলাকা
রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রথম নিউজ, ঢাকা: ব্যবসায়ীদের আহাজারি-আর্তনাদে ভারী হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এই আগুনের খবর পলাশী ফায়ার সার্ভিস পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে।
আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, রাত ৩টা পর্যন্ত দোকান করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেলো, টাকাও গেলো। পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ বলেন, নিউমার্কেটের একটি ভবনের তিন তলায় আগুন লেগেছে। আমরা ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়েছি। আগুন লাগার পরপরই ছড়িয়ে পড়েছে।