ব্যবসা নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে যৌথ ব্যবসার মালিকানা ও টাকার দ্বন্দ্বের জেরে মনা (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (৭ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকায় রিয়াজউদ্দিন বাজারে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, রিয়াজউদ্দিন বাজারে নিহত মনা ও তার বন্ধুর একটি ভাতের হোটেল রয়েছে। হোটেলটির পরিচালনা ও টাকার ভাগাভাগি নিয়ে কিছুদিন ধরে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে বন্ধু জুয়েল ও তার সহযোগীরা মিলে মনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত মনার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।