ব্যাকওয়ার্ড লিংকেজ ও সাপ্লাই চেইনে এখন বিনিয়োগ বাড়াতে হবে
সোমবার এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের শেষদিন ‘ইনভেস্টিং ইন ইকোনমিক জোনস: প্রোগ্রেস অ্যান্ড প্রায়োরিটি অপরচুনিটিজ ইন বাংলাদেশ’- শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: দেশের অন্য কোথাও বিদ্যুৎ-গ্যাস থাকুক কিংবা না থাকুক, অর্থনৈতিক অঞ্চলে তা সবসময় নিরবচ্ছিন্ন রাখতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় বড় শিল্পকারখানায় বিনিয়োগ আসছে। তবে ব্যাকওয়ার্ড লিংকেজ ও সাপ্লাই চেইনে এখন বিনিয়োগ বাড়াতে হবে। উন্নতি করতে হবে ইজ অব ডুয়িং বিজনেস সূচকের। সোমবার এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের শেষদিন ‘ইনভেস্টিং ইন ইকোনমিক জোনস: প্রোগ্রেস অ্যান্ড প্রায়োরিটি অপরচুনিটিজ ইন বাংলাদেশ’- শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, দেশের কোথায় কী হচ্ছে- অর্থনৈতিক অঞ্চলে গ্যাস বিদ্যুৎ সরবরাহ করতে হবে। অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেএডকে অন্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে চলবে না। ব্যাকওয়ার্ড লিংকেজ প্রোডাক্টে বিনিয়োগ আনতে হবে। ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট সামের সিইও রাজেশ মিরচান্দানি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইজ অব ডুয়িং বিজনেসে বাংলাদেশের অবস্থান ভালো না। এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই উন্নতি করতে হবে। যদিও এই সূচক পরিমাপের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি এনামুল হক বলেন, ফরেন কারেন্সি রেগুলারেটরি অনেক দীর্ঘমেয়াদি। দেশের অধিকাংশ ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম সংস্কার করা হয়েছে। ক্যাশলেস সোসাইটি এরমধ্যে অন্যতম একটি। যা আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সাপ্লাই চেইন সোসাইটির সিইও নকিব খান বলেন, ১০ লাখ কর্মসংস্থানের তৈরি হবে ১০০ অর্থনৈতিক অঞ্চলে। আমাদের জন্য সাপ্লাই চেইন এখন বড় চ্যালেঞ্জের। এ খাতে আমাদের অনেক বিনিয়োগ করতে হবে। লজিস্টিক সাপোর্টেও বিনিয়োগ বাড়াতে হবে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর (অ্যামচেম) সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ইকোনমিক জোন আছে। কিন্তু এর আউটসাইটে ডেভেলপ করতে হবে। বিমানবন্দরের উন্নতি করতে হবে। ওয়্যার হাউজের নিয়ম অনেক পুরনো। কাস্টম্স এবং ওয়্যারহাউজের আইন অন্যান্য দেশের মতো সংস্কার করে আধুনিক করতে হবে। এতে রাজস্ব আয়ও বাড়বে। তিনি বলেন, রেল বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কার্গো পরিবহনে রেলকে কাজে লাগাতে হবে। লাস্ট ১৫ বছর ধরে এয়ারপোর্টে প্রফেশনাল স্ক্যানার নেই। এটা নিয়ে আমরা বলে আসছি। কিন্তু তারপরও কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এটা নিয়ে কাজ করা দরকার।
বিজনেস সামিট সফল: জসিম উদ্দিন
এদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ অনেকটাই সফল হয়েছে। সামিটের বিভিন্ন সেশনে আমাদের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা, প্রতিবন্ধকতাগুলো বিশেষজ্ঞ এবং অতিথিদের বক্তব্যের মাধ্যমে আলোচিত হয়েছে। এর ফলে আমাদের প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা আশা করি। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আয়োজিত বিজনেস সামিটের সমাপনি দিনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিএনএন’র লাইভ সেশনে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রার সক্ষমতাকে তুলে ধরেছেন। আমরা মনে করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার এবং বেসরকারি খাতের মধ্যে নতুন করে যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা আগামীতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিজনেস সামিটে ৮৯৬ জন রেজিস্ট্রেশন করে অংশ নিয়েছেন। এর মধ্যে প্রায় তিন শতাধিক বিদেশি ডেলিগেটর ছিলেন। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ৫৬ জন প্রতিনিধি এসেছেন, এর মধ্যে ২৩ জন ছিলেন দেশটির সরকারের প্রতিনিধি এবং বাকিরা ছিলেন বেসরকারি খাতের। সৌদি চেম্বার অব কমার্সের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এর আগে গত ১১ই মার্চ তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে এই সামিটের আয়োজন করেছে এফবিসিসিআই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও ৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশের মন্ত্রী এবং ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেন। সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এবং দেশীয় মিডিয়া পার্টনার আরটিভি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: