বিমানের শুভেচ্ছাদূত হতে সাকিব এখন ঢাকায়

বিমানের শুভেচ্ছাদূত হতে সাকিব এখন ঢাকায়
বিমানের শুভেচ্ছাদূত হতে সাকিব এখন ঢাকায়

প্রথম নিউজ, ডেস্ক:  বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এর আগে আজ বিশ্রামে টিম টাইগার্স। তবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এখন অবস্থান করছেন ঢাকায়। জানা যাচ্ছে, বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হতে ঢাকায় এসেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হোটেলে এসে পৌঁছান সাকিব। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

মাঠে দারুণ ছন্দে আছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে মাঠের বাইরে সাকিবকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক বিতর্কের জন্ম দিয়েই চলেছেন তিনি। দিন কয়েক আগে দুবাই পলাতক আসামীর সোনার দোকান উদ্বোধনের ঘটনায় দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। তবে সেসব সমালোচনা-বিতর্ক যেন বাইশগজের পারফরম্যান্সে বারবার থামিয়ে দেন মিস্টার সেভেন্টিফাইভ।

আরাভ খান ইস্যুতে জড়ানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেই প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছিলেন ৯৩ রান। যদিও দ্বিতীয় ওয়ানডেতে তেমন জ্বলে উঠতে পারেননি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: