বিভিন্ন মাদকসহ যশোরে ৮ ভারতীয় আটক

যশোরে র‌্যাব, ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ নয়জনকে আটক করা হয়েছে।

বিভিন্ন মাদকসহ যশোরে ৮ ভারতীয় আটক
বিভিন্ন মাদকসহ যশোরে ৮ ভারতীয় আটক

প্রথম নিউজ, যশোর: যশোরে র‌্যাব, ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ নয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজন ভারতীয় নাগরিক। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে গতকাল বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ বোতল ভারতীয় মদসহ ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের চুড়িপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ উপজেলার কালিয়ানি গ্রামের কেনারাম মণ্ডলের ছেলে সুব্রত মণ্ডল, গাইঘাটা উপজেলার ঝিকরা গ্রামের ব্যাসদেব রায়ের ছেলে শ্রীকান্ত রায়, বাগদা উপজেলার পারকৃষ্ণচন্দ্রপুর গ্রামের পুতুল হালদারের মেয়ে অনিমা হালদার, বনগাঁ উপজেলার কালিয়ানি গ্রামের পাঁচু গোপালের ছেলে দেবব্রত মণ্ডল, একই উপজেলার নেহারুন নগরের বিষ্ণুপদ দাসের ছেলে ভোলা দাস ও রামনগর রোডের মদন সরকারের ছেলে বলরাম সরকার।

ডিবি পুলিশ জানায়, যশোরে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ প্যাকেট ও নয় বোতল ভারতীয় মদসহ দুই ভারতীয়কে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের ২৪ পরগনা জেলার দত্তপুকুর উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত জীবন কুমার সরকারের ছেলে জয়দ্বীপ সরকার ও বনগাঁও উপজেলার দেবগর গ্রামের অমর কীর্তনীয়ার ছেলে অমিয় কীর্তনীয়া। বৃহস্পতিবার বিকেলে শহরের আশ্রম মোড় থেকে তাদেরকে আটক করা হয়। ২৩ বোতল ফেনসিডিলসহ বারান্দিপাড়া বাঁশতলা এলাকার সোহেলকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোহেল ওই এলাকার আশরাফের ছেলে। বৃহস্পতিবার রাত আটটার পর বারান্দিপাড়া ঢাকা বিজ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom