বিদেশিদের সহায়তায় নির্বাচন বানচাল করতে চাচ্ছে বিএনপি : কামরুল

তিনি বলেন, আগামী দিনে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। বিএনপি যদি এই নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।

বিদেশিদের সহায়তায় নির্বাচন বানচাল করতে চাচ্ছে বিএনপি : কামরুল

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মানে না, কমিশনের সংলাপে বসে না। তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। তাদের নির্বাচনে আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের প্রতি। বিদেশিদের সহায়তায় তারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। 

শুক্রবার (২৬ ই আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‌‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী দিনে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। বিএনপি যদি এই নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এর আগে ১৫৪ আসনে নির্বাচন বর্জন করে আপনারা কিছুই করতে পারেননি। এখনো পারবেন না। 

কামরুল ইসলাম বলেন, আপনাদের নেতা তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করেছেন, অন্যথায় আপনারা আরও আসন পেতেন। নির্বাচন না করার কারণে আপনারা জনপ্রিয়তা হারাচ্ছেন। ২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাস করেছেন, জনগণ এখনো সেটি ভুলেনি। এরপরও দেশকে নিয়ে আপনারা ষড়যন্ত্র করেই যাচ্ছেন। 

বঙ্গবন্ধুর জীবন ইতিহাস আলোচনা করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা তার আদর্শকে শেষ করে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু হত্যায় মদদ-দাতাদের বিচার এখনো হয়নি। এই হত্যার মদদদাতাদের শাস্তি দেওয়ার জন্য একটি কমিশন গঠন করতে হবে। আমরা দুবার গণঅভ্যুত্থান, একবার স্বাধীনতা যুদ্ধ মোকাবিলা করেছি। বিএনপি যতই বিদেশি প্রভুদের দিয়ে ষড়যন্ত্র করুক, আমরা সেটাও মোকাবিলা করব। 

খন্দকার তানিয়া পারভীনের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সাহাবুদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আহমদ হোসেন প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom