বাড্ডা থেকে বিএনপির পদযাত্রা শুরু
গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফার দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফার দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পথযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা আয়োজন করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: