বটি দিয়ে দেহ থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ছেলে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার কলেজগেট এলাকায় জোৎসা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে তার ছেলে

বটি দিয়ে দেহ থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ছেলে
বটি দিয়ে দেহ থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ছেলে

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার কলেজগেট এলাকায় জোৎসা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে তার ছেলে। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর ঘাতক ছেলে শাখাওয়াত হোসেন মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ। 

নিহত জোৎসা বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোৎসা বেগম (৬০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।

নিহতের জামাতা বজলুর রহমান বলেন, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক রোগী। গতকাল চিকিৎসার জন্য শাশুড়ি তাকে আমার বাসায় নিয়ে আসেন। দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় পায়চারি করছিলেন। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। বাসার লোকজন ঘরের দরজা খুলতে বললে সে কোনো কথার উত্তর দেয় না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে গলা কেটে হত্যা করে বসে আছে। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে কোনাবাড়ী কলেজ গেটের কামাল হোসেনের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: