বিজয় মিছিলে গুলি, চেয়ারম্যানসহ আহত ১০
নৌকার প্রার্থীর বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ মিলেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রথম নিউজ, সাতক্ষীরা : নৌকার প্রার্থীর বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ মিলেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে একজন গুলিবিদ্ধ ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে। গুলিবিদ্ধ হয়েছেন রাসেল নামের এক আওয়ামী লীগ কর্মী। গুলিবিদ্ধ রাসেলের বাড়ি খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে। নবনির্বাচিত আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, গতকাল বুধবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে সমর্থকদের নিয়ে তিনি স্থানীয় তুয়ারডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গদাইপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের লোকজন হামলা চালায়। গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন রাসেল। এসময় আহত হন আরও ১০ জন । আশাশুনি থানার ইন্সপেক্টর গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে পুলিশ উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে। দু’পক্ষের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। আর গুলিবিদ্ধ রাসেলকে সাতক্ষীরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: