বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
পুঁচকে স্কটল্যান্ডের কাছে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

প্রথম নিউজ, ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা। পুঁচকে স্কটল্যান্ডের কাছে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর একটি ম্যাচ হারলেই তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে।
এমন সমীকরণ মাথায় নিয়ে আজ (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। জিম্বাবুয়ে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচে তারা হারিয়েছে আয়ারল্যান্ডকে।
হোবার্টের বেলেরিভ ওভারে টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ে এই ম্যাচে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে। হাঁপানির সমস্যায় তিনি খেলছেন না আজ। তার বদলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রেগিস চাকাভা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মেদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews