বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা উইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ

 বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা উইন্ডিজের
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা উইন্ডিজের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 

১২ সদস্যের এই দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো ক্রিকেটাররা। উইন্ডিজ জানিয়েছে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই খেলবেন না তিনি। এছাড়াও রোচ দলে নেই ইংল্যান্ডে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কারণে। 

দুই টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে। প্রথম টেস্টটি শুরু ১৬ জুন, ভেন্যু অ্যান্টিগা। ২৪ জুন সেন্ট লুসিয়ায় সিরিজের পরের টেস্টটি মাঠে গড়াবে। সিরিজ শুরুর আগে ১০ জুন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
ক্রেইগ ব্র‍্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজেরি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom