কোন বোতলে পানি পান করা বেশি উপকারী?

সারা দিনে অন্তত ৭-৮ লিটার পানি খাওয়া বাধ্যতামূলক।

কোন বোতলে পানি পান করা বেশি উপকারী?

প্রথম নিউজ ডেস্ক: এই গরমে ভিতর থেকে আর্দ্র থাকাটা অত্যন্ত জরুরি। শরীরে পানির অভাব ঘটলে নানা রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। শরীর সুস্থ রাখতে পানির বিকল্প নেই। সারা দিনে অন্তত ৭-৮ লিটার পানি খাওয়া বাধ্যতামূলক। বিশেষ করে হিটস্ট্রোক এড়াতে বেশি করে পানি খাওয়া অত্যন্ত জরুরি। মাথার উপর চড়া রোদ থাকলেও পেশাগত কারণে বাইরে বেরোতে হয় অনেককেই। বাড়িতে থাকলে যে পরিমাণ পানি খাওয়া হয় বাইরে বা অফিসে থাকলে পানি খাওয়ার পরিমাণ কিছুটা হলেও কমে যায়। চিকিৎসকরা সব সময়ই সঙ্গে একটি পানির বোতন রাখার পরামর্শ দিচ্ছেন। অনেকের কাছেই পানির বোতল থাকে। কেউ কাচের বোতলে পানি খান। আবার বেশিক্ষণ ঠান্ডা থাকে বলে স্টিলের গ্লাসে পানি খেতে বেশি পছন্দ করেন। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোন বোতলটি বেশি উপকারী?

চিকিৎসকরা বলছেন, স্টিলের বোতলের চেয়ে কাচের বোতল শরীরের জন্য বেশি উপকারী। কাচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। তবে ভেঙে যাওয়ার আশঙ্কা ছাড়া কাচের বোতল ব্যবহারযোগ্য। কাচের বোতলে পানি খেলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা কম। অন্য দিকে বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি স্টিলের বোতলের অত্যধিক ব্যবহার স্বাস্থ্যকর নয়। পানির সংস্পর্শে থাকার ফলে স্টিল ক্ষয়ে পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে। স্টিলের বোতল কেনার আগে খেয়াল রাখুন তা যেন প্লাস্টিক বর্জিত হয়। কিছু কিছু স্টিলের বোতলের এক অংশ হয়তো প্লাস্টিক। তেমন হল সেই পাত্র থেকে পানি খাওয়া আরও ক্ষতিকর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom