কোক স্টুডিও বাংলা কনসার্ট’ পিছিয়ে দিলো বৃষ্টি
আজ বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সময়ের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট’
প্রথম নিউজ, ডেস্ক : আজ বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সময়ের আলোচিত ‘কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট’। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর দেড়টায় এই মেগা কনসার্টের গেট ওপেন হয়ে যাওয়ার কথা। আর বিকেল ৪টায় শুরু হওয়ার কথা কনসার্ট তথা শিল্পীদের পরিবেশনা। তবে এদিন সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে পিছিয়ে গেছে এই কনসার্ট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রতকূল আবহাওয়ার কারণে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। পরবর্তী আপডেট জানানো হবে বিকেল ৪টায়।’
এদিকে এই আয়োজনের সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব বলেছেন, ‘দেরি হচ্ছে। তবে এই শো অবশ্যই হবে।’
এই কনসার্টে গান করার কথা কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসের। এছাড়াও থাকছেন সংগীত জগতের আরও কয়েকজন তারকা। যেমন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা। আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ফিফা ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে। বাংলাদেশে ট্রফিটি এসেছে ৮ জুন। থাকবে ৩৬ ঘণ্টা। এই ট্রফি আগমন উপলক্ষেই কোক স্টুডিও কনসার্টের আয়োজন করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews