বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!

প্রথম নিউজ, ডেস্ক: বিচ্ছেদ মানেই দূরত্ব বৃদ্ধি নয়, বন্ধুত্ব বজায় রেখেও যে চলা যেতে পারে, তা প্রমাণ করেছেন সুস্মিতা সেন এবং রহমান শল। বছর তিনেক আগেই বিচ্ছেদের পরেও যেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছায়াসঙ্গী রহমান।
সম্প্রতি দুজনকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। রহমানের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।
রহমান বলেন, আমরা বন্ধু হিসাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। খুবই উপভোগ করেছি।
সম্পর্ক নিয়ে জল্পনায় কার্যত ইতি টেনে রহমান বলেন, আমি এখন সিঙ্গেল। কিন্তু অতীতে আমার সঙ্গে বড়মাপের এক মানুষের নাম জড়িয়েছিল।
তাই অনেকেই মনে করেন আমি এখনও তার সঙ্গেই আছি।
এর পর কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সাক্ষাতে মডেলিংয়ে কিছুটা ক্ষতি হয়। বিনোদন দুনিয়ার অনেকেই মনে করেছিলেন, অভিনয়, মডেলিং থেকে হয়তো মন ঘুরে গেছে আমার।
তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার ভালোই দিন কেটেছে সেকথা স্বীকারও করে নেন রহমান।
২০১৮ সালে রহমানের সঙ্গে পথচলা শুরু সুস্মিতার। এর পর ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রহমান। সেই বন্ধুকে নিয়ে বি টাউনের ইতিউতি দেখা যায় রহমান শলকে।
কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। আবার কখনও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে নিয়ে হাসপাতালে যেতেও দেখা গেছে রহমানকে।