বগুড়ায় রাতে ২ ট্রাকে আগুন 

বগুড়ায় রাতে ২ ট্রাকে আগুন 

প্রথম নিউজ, বগুড়া : বগুড়ার শেরপুরে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কের দশমাইল এলাকায় মাটি ও কলাবাহী দুই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি ভর্তি করে ঢাকার পথে এবং পৃথক আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। পথে দশমাইল এলাকায় কতিপয় দুর্বৃত্তরা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাক দুটির সামনের অংশ কিছুটা পুড়ে গেছে। 

মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন বলেন, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের সামনে এসে দাঁড়ায়। ট্রাক থামাতেই তারা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। 


শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।