বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

নিহত শিশির উপজেলার সাজাপুর গ্রামের শাহাদত হোসেন সাজুর ছেলে। সে সুলতানগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ফাইল ফটো

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে ফয়সাল ফাহিম শিশির (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত শিশির উপজেলার সাজাপুর গ্রামের শাহাদত হোসেন সাজুর ছেলে। সে সুলতানগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে শিশির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খেলাধুলা নিয়ে কিছু ছেলের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। তারাই হয়তো শিশিরকে ছুরিকাঘাতে হত্যা করে কচুক্ষেতে ফেলে গেছে।

শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, শিশিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতে ছোট চিহ্ন রয়েছে। শিশির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom