লঞ্চ কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিপক্ষের পিটুনিতে হাসান বেপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে

প্রথম নিউজ, স্বরূপকাঠি : স্বরূপকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পিটুনিতে হাসান বেপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে গগন গ্রামের কর্মকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘাতক সরোয়ার হোসেন (৪০) পালিয়ে যায় বলে জানিয়েছে ওই এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক সরোয়ার একই গ্রামের হাশেম আলীরপুত্র। এ ঘটনায় হাসানের বাবা মহিউদ্দিন মিয়াপুত্র হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বেঠাকাটা মিয়ারহাট রুটের একটি লঞ্চের কর্মচারী হাসান ওইদিন সকালে লঞ্চের কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঘাতক সরোয়ার একটি কাঠের টুকরা দিয়ে সজোরে হাসানের মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews