বাখমুত ছাড়ার ঘোষণা ওয়াগনারের, নিয়ন্ত্রণ যাবে রুশ সেনাদের হাতে
দীর্ঘ যুদ্ধের পর বাখমুতের প্রায় শতভাগ এলাকাই এখন ওয়াগনারের নিয়ন্ত্রনে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার এবার বাখমুত ছাড়ার ঘোষণা দিলো। দনেতস্ক অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি এখন ওয়াগনারের দখলে রয়েছে। তবে আগামী ১০ই মে তারা এই শহর ছেড়ে চলে যাবে বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি রাশিয়ার সামরিক বাহিনীকে শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে বলেছেন, কারণ ওয়াগনার সদস্যদের এখন কিছু দিন বিশ্রাম প্রয়োজন। দীর্ঘ যুদ্ধের পর বাখমুতের প্রায় শতভাগ এলাকাই এখন ওয়াগনারের নিয়ন্ত্রনে। ইউক্রেনের সেনারা পশ্চিম দিক থেকে নতুন করে শহরে প্রবেশের চেষ্টা করছে। বাখমুত দখলের যুদ্ধে রাশিয়ার তরফ থেকে একাই লড়ে গেছে ওয়াগনার। রুশ সেনারা অংশ নিলেও তাদের অবদান ছিল একেবারেই কম। বাখমুত দখলে রাখতে ইউক্রেন সর্বশক্তি প্রয়োগ করেছিল। ফলে ওয়াগনারের বহু সেনা হতাহত হয়েছে।
এখন প্রিগোজিন জানিয়েছেন, তার বাহিনীর সদস্যদের বিশ্রাম প্রয়োজন। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ১০ই মে থেকে রাশিয়ার সেনাদের আমাদের পজিশনগুলোতে মোতায়েন করা হবে। এরপর ওয়াগনার সদস্যরা তাদের ক্ষত সারানোর চেষ্টা করবে। কিন্তু মাদারল্যান্ড (রাশিয়া) যদি কখনও বিপদের মুখে পড়ে, আমরা আবারও উঠে দাঁড়াবো। রাশিয়ার মানুষ যেনো আমাদের ওপর ভরসা করে।
ওই ভিডিও বার্তায় তিনি আরও জানান, আগামী ৯ই মে’র মধ্যে তাদের বাখমুত দখলের নির্দেশনা ছিল। ১৯৪৫ সালের এই দিনেই জার্মানির রাজধানী বার্লিন দখল করে রাশিয়ার সেনারা। পতন হয় হিটলারের নাৎসি বাহিনীর। বিশ্বকে নাৎসিদের হাত থেকে রক্ষার এই দিনটি রাশিয়ানদের কাছে বছরের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। ওয়াগনার প্রধান জানিয়েছেন, ৯ই মে পর্যন্ত তার বাহিনী বাখমুতে থাকবে, যাতে রাশিয়ানরা নিশ্চিন্তে ৯ই মে’র বিজয় দিবস উৎযাপন করতে পারে। তবে ১০ই মে থেকে রাশিয়ার সেনাদের হাতে দায়িত্ব বুঝিয়ে সেনা প্রত্যাহার শুরু করবে ওয়াগনার।