সার্বিয়ায় আবারও ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮
বৃহস্পতিবারের বন্দুক হামলাটি হয় রাজধানী থেকে ৪২ কিলোমিটার দুরে স্লাডেনোভাক শহরে। এতে অন্তত আট জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বুধবার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে বন্দুক হামলার রেষ না কাটতেই আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটলো সার্বিয়ায়। পরপর দুই দিন এমন রক্তক্ষয়ী হামলায় স্তব্ধ গোটা দেশটি। বৃহস্পতিবারের বন্দুক হামলাটি হয় রাজধানী থেকে ৪২ কিলোমিটার দুরে স্লাডেনোভাক শহরে। এতে অন্তত আট জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, মূলত স্লাডেনোভাকের একটি স্কুলে কয়েকজনের মধ্যে ঝগড়ার জেরেই বৃহস্পতিবারের এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন স্কুলে ঝগড়ার পর অভিযুক্ত বাড়ি ফিরে যায় এবং একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে ফিরে আসে। এরপর সে একে একে তিনটি স্থানে গিয়ে হামলা চালিয়ে ভিক্টিমদের হত্যা করে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মী ও তার বোন আছেন। ডিউটি শেষ হওয়ার পর পুলিশ কর্মী তার বোনকে নিয়ে ফিরছিলেন।
এদিকে ওই হামলাকারীকে ধরতে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। চেক পয়েন্টগুলোতে চলছে তল্লাশি। অভিযুক্তকে খুঁজতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর আগে বুধবার বেলগ্রেডের স্কুলে গিয়ে গুলি চালিয়ে নয় জনকে হত্যা করেছিল এক কিশোর। সেই শোক কাটতে না কাটতেই বৃহস্পতিবার দ্বিতীয় ঘটনা ঘটলো।