সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
শুক্রবার দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়ার স্টেশন মাস্টার গোলাম ফেরদৌস।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়ার স্টেশন মাস্টার গোলাম ফেরদৌস। তিনি জানান, ভারত থেকে ভুট্টা বহনকারী পণ্যবাহী ট্রেন উল্লাপাড়ায় আসার পর আংশিক খালাস করা হয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে সান্টিং করার সময় স্টেশনের পশ্চিমে তিন নম্বর লাইনের ওপর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার জানান, খবর পেয়ে পাকশী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
এ ঘটনার পর উল্লাপাড়ার পশ্চিমে শরৎনগর স্টেশনে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, ঈশ্বরদীতে খুলনা থেকে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’, লাইড়িমোহনপুর স্টেশন কলকাতা থেকে ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং পূর্বদিকে জামতৈল স্টেশনে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেসসহ দুই পাশে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শত শত যাত্রী।