সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইলে মরক্কোর প্রতিনিধিদল
প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তাদের আমন্ত্রণে মরক্কোর একটি প্রতিনিধিদল ছয় দিনের সফরে তেলআবিব পৌঁছেছে। খবর আনাদোলুর।
ইসরাইলি ব্রডকাস্টিং করপোরেশন এক প্রতিবেদনে বলেছে, গত রোববার থেকে প্রতিনিধিদলটি ইসরাইলে অবস্থান করছে। এর আগে গত ১৪ নভেম্বর মরক্কোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গোভরিন বলেছেন, মরক্কো থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল শিগগির তেলআবিব সফর কবরে। সফরকারী দলটিতে মরক্কোর সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ইসরাইলি রাষ্ট্রদূত। তবে এ সফর নিয়ে এখনও মুখ খোলেনি মরক্কো। দুই দেশ থেকেই সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা এলেও এখনও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত চুক্তি হয়নি। এর আগে ইসরাইলের একটি প্রতিনিধিদলও মরক্কো সফর করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: