বিএনপিপন্থি ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

বিএনপিপন্থি ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রথম নিউজ, অনলাইন: শোক দিবসের অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতির দেয়া বক্তব্য নিয়ে বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থি ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আবেদনের বিষয়টি উপস্থাপন করা হয়। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। অন্যরা হলেন- এডভোকেট এ জে মোহাম্মদ আলী, এডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, এডভোকেট আব্দুল জব্বার (এ জে) ভূঁইয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মাহবুবুর রহমান খান ও এডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল।

আইনজীবী নাজমুল হুদার পক্ষে এডভোকেট নাহিদ সুলতানা যুথি এ আবেদন দায়ের করেন। পরে বিষয়টি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আবেদনের বিষয়টি উপস্থাপন করেন। আর্জিতে বলা হয়, বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৭ জনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

আদালত প্রাঙ্গণে ভাঙচুরের মতো অগণতান্ত্রিক কর্মসূচি ও বিচারকদের প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে আদালত অঙ্গনকে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করার অভিযোগ এনে  বিএনপি- জামায়াত সমর্থক আইনজীবীদের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামের সামনে আয়োজিত শান্তি সমাবেশ থেকে নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা নিজেদের দলের কেউ যাতে লিয়াজোঁ রাজনীতি না করে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান। এই সরকার টিকতে না পারলে বারের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না।  সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলালের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

বক্তৃতাকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ জগলুল কবির বলেন, গতকাল বিএনপি’র আইনজীবীরা ১৫ নম্বর কোর্টে যা করেছেন তা আদালত অবমাননা। তারা বিচারপতিকে লক্ষ্য করে কজলিস্ট ছুড়ে মেরেছেন। এদের বিরুদ্ধে কনটেম রুল ইস্যু করে জেল খাটানোর দাবি জানান। বিএনপির আইনজীবী নেতাদের হুঁশিয়ারি করে তিনি  বলেন, আপনারা আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করছেন। আর কইরেন না। আমরাও কিন্তু আন্দোলন করতে জানি। গণতান্ত্রিকভাবে আপনারা আপনাদের আন্দোলন করুন অন্যথায় আপনাদেরকে সুপ্রিম কোর্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বারের সহ-সভাপতি জিয়াসমিন সুলতানা বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওদের ভাঙচুরের আন্দোলনের জবাব দিতে হবে।