ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ২, হাসপাতালে ভর্তি ১৯৭ জন
মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে

প্রথম নিউজ, ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।
তাদের মধ্যে অক্টোবরের প্রথম ৫ দিনে ৯৩৬ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৭০ জন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews