বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ১নং আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জের আদালত। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ১নং আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিএনপি নেতা চাঁদকে আদালতে আনা হয়। আসামিপক্ষের আইনজীবী কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির ঘটনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর দেওয়া মামলায় আবু সাঈদ চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জে আনা হয়। সোমবার দুপুরে তাকে একই আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৪ মে আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এ মামলায় রোববার সন্ধ্যায় আসামিকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। সোমবার শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় কিশোরগঞ্জ আদালতে তারিখ ধার্য ছিল।

মামলায় সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ঘটনায় আবু সাঈদসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা হয়। পরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।