ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে যুবলীগের গুলি, ককটেল বিস্ফোরণ, আহত ১০
মঙ্গলবার রাতে ফেনী শহরের বড় মসজিদ সংলগ্ন তাকিয়া রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
প্রথম নিউজ, ফেনী: বিএনপি’র ডাকা অবরোধের সমর্থনে ফেনী ছাত্রদলের মশাল মিছিলে যুবলীগের গুলিতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ফেনী শহরের বড় মসজিদ সংলগ্ন তাকিয়া রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। তিনি বলেন, অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল নিয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে যুবলীগ নেতার নেতৃত্বে একদল যুবক তাদের মিছিলে গুলি ছুঁড়ে। এ সময় আমাদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে? ছাত্রদল নেতা মোহন ও লিটন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশের মামলা আতঙ্কে অপরাপর আহতদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি। এদিকে মিছিলের পর বড় মসজিদ এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সাগর এবং সানি মজুমদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেসবা উদ্দিন ভূঁইয়া বলেন, যুবলীগ নেতা বাবলু (বালিগাঁও) প্রকাশ্যে শর্টগান হাতে মহড়া দিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর গুলি করে। গুলি ছোঁড়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব এ বিষয়ে অবগত নন বলে জানান।
ফেনী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে কাউকে ওই স্থানে পায়নি। পুলিশ কোনো ধরনের গুলি ছোড়েনি।