পায়রা বন্দরের জন্য কেনা হবে দুই মোবাইল হার্বার ক্রেইন 

 পায়রা বন্দরের জন্য কেনা হবে দুই মোবাইল হার্বার ক্রেইন 

প্রথম নিউজ, ঢাকা : পায়রা সমুদ্র বন্দরের জন্য দুইটি মোবাইল হার্বার ক্রেইন এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে এসব হার্বার কিনতে ব্যয় হবে ১০৯ কোটি ৫৩ লাখ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক “বরিশাল (দিনেরারপুল)-লক্ষীপাশা-দুমকি সড়কে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ” প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চার অব (১) দহওয়া, কোরিয়া; (২) এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড অস্ট্রেলিয়া; (৩) প্যান আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, কুয়েত; (৪) এসএআরএম এসোসিয়েট লিমিটেড, বাংলাদেশ এবং (৫) এসিই কনসাল্ট, বাংলাদেশকে  ৭২ কোটি ৭৪ হাজার ৬০ হাজার টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দরের জন্য ২টি মোবাইল হার্বার ক্রেইন এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে ১০৯ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকায় কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।