পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ

পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ
পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ

প্রথম নিউজ, মাগুরা: মাগুরার শ্রীপুরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার রাতে যুবলীগ নেতা চান্দ আলি সরদার নামে এক  ইউপি সদস্য এবং তার অপর দুই ভাই সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা শহরের ভায়নার মোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।  প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের ফলে সড়কের উভয় পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগকর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয়। শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom