পুলিশের গুলিতে আহতদের ঢামেকে দেখতে গেলেন টুকু

খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

পুলিশের গুলিতে আহতদের ঢামেকে দেখতে গেলেন টুকু

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময়  পুলিশ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলি করে। এতে  শাওন (২৪) নামে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। 

এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, জনবিছিন্ন সরকার ক্ষমতা হারানো ভয়ে পাগল হয়ে গেছে। বিএনপির শান্তিপূর্ন র‌্যালীতে পুলিশ গুলি দিয়ে যুবদল নেতা শাওনকে হত্যা করেছে। অনেককে আহত করেছে। এ হত্যার বদলা আমরা রাজপথেই নেবো। হামলা করে, গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির আয়োজনে শহরের মন্ডলপাড়ায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। সড়কের একপাশে অবস্থান নিয়ে সমাবেশ চলাকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল সমাবেশে বাধা দেয়। যুবদল নেতা মাজহারুল ইসরাম জোসেফের নেতৃত্বে একটি মিছিল ওই সমাবেশে যোগ দিতে চাইলে কিছুক্ষণ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, সরকারি দলের লোকজন নিয়মবহির্ভূতভাবে শতাধিক ট্রাক নিয়ে একটি বিশাল মিছিল করে সড়কে যানজট বাঁধালেন। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করল, অথচ আমরা সড়কের এক পাশে ফুটপাতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। আমাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। ভেবেছিলাম পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে, কিন্তু তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা যে একটি গণতান্ত্রিক দেশের নাগরিক সেটা ভাবতে লজ্জা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) নাজমুল হাসান বলেন, অনুমতি ছাড়া বিএনপি নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom