প্রার্থীকে নয় প্রতীককে ভোট দিয়েছি: শামীম ওসমান
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজ যে খেলা হয়েছে চলছে এবং চলবে, প্রার্থীকে নয় প্রতীককে ভোট দিয়েছি। আজ রবিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মাঠে ভোট দিতে এসে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান বলেন, আমি সব সময় নৌকার প্রতীকের সমর্থক। কোন ব্যক্তির সমর্থক নয়। প্রতীককে পছন্দ করি এজন্য প্রতীকে ভোট দিয়ে থাকি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, অনেক ব্যক্তির সঙ্গে আমার ঝামেলা থাকতেই পারে অনেকে আমাকে পছন্দ না করতে পারে, কিন্তু প্রতীকের সঙ্গে আমার কোন ঝামেলা নাই। প্রতীক কে পছন্দ করি এজন্য আজীবন প্রতীকের হয়েই কাজ করে যাচ্ছি।
মেয়র প্রার্থী আইভি কি আপনার কাছে ভোট পেয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আমার কাছে ভোট চাই বা না চাই সে জানি আমি (নৌকার প্রতীকে) তাকেই ভোট দিবো এজন্য হয়তো সে আমার কাছে ভোট চায়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তারপরও বার বার নারায়ণগঞ্জ নিয়ে কথা ওঠে। নারায়ণগঞ্জে এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, এই হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই, কারও মাথাও ফাটে নাই।
তিনি আরও বলেন, জয় পরাজয় আছে। নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন। কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা গড়তে হবে। শামীম ওসমান বলেন, আমি আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। আমার ফিঙ্গার প্রিন্টে সবসময় সমস্যা করে। কিন্তু এবার করল না। তার মানে ইভিএম মেশিনটা ভালো। ভোটটা দিয়ে ভালো লাগল। তিনি বলেন, আমি নৌকার নির্বাচন করেছি। অন্য কারো নির্বাচন করিনি। আমি আশা করব, যাকে আমি ভোট দিয়েছি, সেই নৌকা মার্কারই জয় হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: