প্রথম দিনেই মেট্রোরেলের দুই যাত্রীকে জরিমানা

প্রথম দিনেই মেট্রোরেলের দুই যাত্রীকে জরিমানা
প্রথম দিনেই মেট্রোরেলের দুই যাত্রীকে জরিমানা

প্রথম নিউজ, অনলাইন: মেট্রোরেল চালুর প্রথম দিনেই জরিমানা গুনতে হলো দুই যাত্রীকে। নিয়ম ভাঙার অপরাধে তাদের জরিমানা করা হয়। এমনটি জানিয়েছেন ঢাকার মেট্রোরেল পরিচালনা কোম্পানির ডিএমটিসিএলের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আব্দুর রউফ।  বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার যাত্রী বহন শুরু করার পর স্টেশনে ছিল বেশ ভিড়। এদিন ৩ হাজার ৮৫৭ জন দেশে বৈদ্যুতিক ট্রেনে প্রথম স্বাদ নেয়। মো. আব্দুর রউফ বলেন, বৃহস্পতিবার প্রথম দিন দুজনকে জরিমানা করা হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে টিকেট হারিয়ে ফেলার কারণে। আরেক জনকে জরিমানা করা হয়েছে টিকেট সংগ্রহ করে এক ঘণ্টার বেশি প্ল্যাটফর্মে সময় কাটানোর কারণে।

ডিএমটিসিএলের একজন ব্যবস্থাপক জানিয়েছেন উত্তরা থেকে আগারগাঁও আসা একজন যাত্রীকে টিকেট হারিয়ে ফেলার কারণে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমটিসিএল আইন অনুযায়ী, একজন যাত্রী টিকেট সংগ্রহ করার পর প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এর বেশি অবস্থান করলে তিনি জরিমানার মুখে পড়বেন। প্ল্যাটফর্মে অতিরিক্ত জনসমাগম ঠেকানোর জন্য এই আইন করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের যুগ্ম সচিব রউফ। ঢাকার মেট্রোরেলে চড়তে হলে চিপ সম্বলিত একটি কার্ড কিনতে হয়। ওই কার্ড দিয়ে দরজা খুলেই ভেতরে ঢুকতে হয়।

ভ্রমণ শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় দরজা খুলতে ওই কার্ড প্রয়োজন হয়। ওই কার্ড রেখেই বেরিয়ে আসতে হয়। আর টিকেট কাটার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্রমণ করতে হয়, না হয় ওই টিকেট অকার্যকর হয়ে যায়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom