প্রাইভেটকারের ধাক্কায় মায়ের সামনেই শিশুর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের চোখের সামনেই মোছা. রাবেয়া খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মা সেলিনা বেগম জানান, দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ হাউজিংয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার আমার মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি খুলনা জেলায়। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আব্দুর রশিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।