ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে, ডিএমপির আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুমিন খানকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নজরুল ইসলামকে আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা ওয়ারী বিভাগের পুলিশ পরিদর্শক মিন্টু চন্দ্র বণিককে আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লাকে গোয়েন্দা মিরপুর বিভাগ, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর গাজীকে বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
এছাড়াও গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক গাজী সালাহউদ্দিনকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা ওয়ারী বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাইকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।