প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশ গ্রহণের জন্য হাজী মোঃ সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

প্রথম নিউজ, ঢাকা:  দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোঃ সেলিম ভাইয়ের জানাজা ও দাফন-কাফনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে কারাবন্দি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) তার শ্যামলীর নিজ বাসায় মারা যান। এর পরপরই প্যারেলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

এ তথ্য নিশ্চিত করে হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, বার্ধক্যজনিত কারণে হাজী কায়েস মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশ গ্রহণের জন্য হাজী মোঃ সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

উল্লেখ্য, গত ২২শে মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী মোঃ সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom