গডফাদারের উত্থান হতে দিয়েন না: আইভী
‘জীবনে কখনও চাঁদাবাজি করিনি। আমার কোনো বাহিনী নেই।
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘জীবনে কখনও চাঁদাবাজি করিনি। আমার কোনো বাহিনী নেই। শহরে শান্তিতে থাকতে চাইলে আইভীকে বেছে নিবেন। কোনো গডফাদারের উত্থান যেন নারায়ণগঞ্জে না হয়। এটা হতে দিয়েন না। ধমকের সুরে কথা বলবে এমন কাউকে আপনারা ভোট দিয়েন না।
তিনি বলেন, আমি কখনও মিথ্যা কথা বলিনি, মিথ্যা প্রতিশ্রুতি দেইনি। আমি দখলবাজি করিনি। আমি সবসময় ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। সব ধর্মের জন্য সমান ভাবে কাজ করেছি। আমার বাবা আপনাদের সঙ্গে রাজনীতি করেছে। আমার স্কুল জীবন এখানে কেটেছে। আমরা এখানেই থাকতাম। আমি শেখ হাসিনার প্রার্থী হয়ে আপনার ভোটে পাশ করবো। আমার ওপর বিশ্বাস রাখবেন। আমি জিমখানা বস্তি তুলেছি কারণ সেখানে সরকারি ভাবে পার্ক করার কথা ছিল। সেখানে কেউ স্থায়ীভাবে থাকত না। আপনারা যারা দীর্ঘদিন যাবত র্যালি বাগানে থাকছেন হিন্দু মুসলমান মিলেমিশে। আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের জায়গার যদি সমস্যা না থাকে, তাহলে নিম্ন আয়ের মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প গ্রহণ করেছেন। আমি চেষ্টা করবো নেত্রীর সাথে কথা বলে আপনাদের এখানে সু-ব্যবস্থা করার জন্য।
নির্বাচনী প্রচারনাকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডা.আইভী। এদিকে বুধবারও আচরণবিধি ভঙ্গ করে বন্দর এলাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে নৌকার প্রচারণা চালান নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাভু। এর আগে ১৫নং ওয়ার্ডে পৌছলে সেখানে ডা.আইভীকে স্বাগত জানাতে হাজির হন শত শত নারী পুরুষ। চারদিক থেকে ফুলের পাপড়ি বৃষ্টির মতো আইভীর উপর বর্ষণ করেন তারা।
সেখানে আইভী বলেন, ‘রাস্তা করেছি, ড্রেন করেছি। রাস্তাঘাট উন্নত হওয়ায় আপনাদের জায়গার দাম বেড়েছে। কী পরিমাণ কাজ পুরো সিটি করপোরেশনে হয়েছে তা একবার ঘুরে দেখবেন। এই উন্নয়ন কাজ করা কি আমার অপরাধ হয়েছে? যদি না হয়, তাহলে আমার উপর বিশ্বাস রেখে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমার কাজগুলো যেন ঠিকমতো করতে পারি সেজন্য ভোট চাইলাম। কারও কান-কথা শুনবেন না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: