প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে আইনপ্রণেতাসহ নিহত ৪

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে আইনপ্রণেতাসহ নিহত ৪

প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দেশটির আইনপ্রণেতা রয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন আইনপ্রণেতাসহ আরও তিনজন মারা গেছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, বিমানটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার দলের তিনজন সদস্য নিহত হন।

প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং স্বপ্নের ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’

রয়টার্স বলছে, দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এসব ছবিতে একটি মাঠে ওই বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।পুলিশ রিপোর্ট অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়।