‘পুত্রবধূ আর আসবে না তাই ছেলে আত্মহত্যা করেছে’
রোববার (৬ আগস্ট) সকালে উপজেলার কুয়াকাটার মেলাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে কয়েকবার ব্যর্থ হয়ে অভিমানে আত্মহত্যা করেছেন আবু সালেহ (২২) নামে এক তরুণ। রোববার (৬ আগস্ট) সকালে উপজেলার কুয়াকাটার মেলাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আবু সালে ওই এলাকার কৃষক হারুন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে সালের প্রায় ঝগড়া হতো। সকালে সালের চাচাতো ভাই ঘরে গিয়ে আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সালের বাবা হারুন হাওলাদার বলেন, ‘বউ তার বাবাবাড়িতে বেড়াতে গেছে। এরপর বারবার আমার ছেলে আনতে গেলে সে আসবে না জানিয়ে দেয়। শনিবারও শেষবার আনতে যায় ছেলে। কিন্তু বউ আর আসবে না জানিয়ে ডিভোর্স লেটার পাঠাবে বলে। তাই আমার ছেলে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।