বগি লাইনচ্যুত, ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ
রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার করবে। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।