পুঁজিবাজারে কমেছে লেনদেন

পুঁজিবাজারে কমেছে লেনদেন

প্রথম নিউজ, ঢাকা : দিনভর সূচক ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের কারণে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নাম মাত্র সূচক বেড়েছে ১ দশমিক ৮৪ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর দেওয়া তথ্য মতে, সোমবার বাজারে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮২ পয়েন্টে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

এদিন ৩০০টি কোম্পানির ৮ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৪১ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল বিডি কমের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। এরপরের তালিকায় ছিল যথাক্রমে খান ব্রাদার্স পিপি ব্যাগ, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইনস্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সোনার বাংলা পেপার ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

আরেক পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৭৫২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৮২২ টাকার শেয়ার।