পাঁচ দিনের রিমান্ডে মির্জা আব্বাস
প্রথম নিউজ, ঢাকা: পাঁচ দিনের রিমান্ডে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার মির্জা আব্বাসকে আজ আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম। অন্যদিকে, বিএনপিপন্থী আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বিএনপির এই শীর্ষ নেতাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।