নয়াপল্টন থেকে বিএনপির ৮০ নেতাকর্মী আটকের অভিযোগ
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বুধবার বিকেল থেকে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিকেল ৫টা থেকে বিএনপির অন্তত ৮০ নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে বলে অভিযোগ আছে। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থল থেকে অন্তত ৩৫ জনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এর কিছুক্ষণ পরই আরেকটি ভ্যানে ১০-১২ জনকে তোলা হয়। এর আগে ৪টি প্রিজন ভ্যানে অন্তত ৪০ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অভিযান চালাচ্ছে পুলিশ। কার্যালয়ের চারপাশে অভিযান চালানো হয়েছে। টিয়ারশেল ছোঁড়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews