নয়াপল্টন কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন

নয়াপল্টন কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন

প্রথম নিউজ ডেস্ক:বিএনপির নয়াপল্টন কার্যালয়ের চিরচেনা রূপ এখন আর নেই। ২৮ অক্টোবরের পর থেকে নেতাকর্মীদের আনাগোনা আর নেই। দীর্ঘদিন ধরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছিল। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। 

তবে শুক্রবার বেলা ১১টার দিকে আবারও বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বন্ধ করার পর থেকে কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে সেখানে সাধারণ মানুষের চলাচলেও বাধা দেওয়া হতো। 

পরে ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়। অক্টোবরের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন পর্যন্ত তালাবদ্ধ। কোনো নেতাকর্মীও কার্যালয় মুখী হচ্ছেন না।