ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো মা-মেয়েসহ ৪ জনের মরদেহ
গত ৫ জানুয়ারি ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।

প্রথম নিউজ, ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের মধ্যে মা-মেয়েসহ চারজনের মরদেহ ভেসে উঠেছে। ঘটনার পাঁচদিনের মাথায় রবিবার (৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ জানুয়ারি ট্রলারডুবির চার দিনেও নিখোঁজ ১০ জনের সন্ধান না মেলায় বিক্ষোভ করে স্বজনরা। এদিকে, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
গত ৫ জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।
এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চারজনসহ, ৬ যাত্রী নিখোঁজ হন। ঘটনার পঞ্চম দিন পর আজ চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
এদিকে, ঘন কুয়াশায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করায় নদীটির এ পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: