নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচিটি পালন করে।

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযায় পুলিশ ও যুবলীগের হামলা, গ্রেফতার ও ফোরকান উদ্দিন নামে এক জামায়াত নেতা নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচিটি পালন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামীর সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ রেদোয়ান, সদস্য আব্দুল মোমিন, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিউল্লাহ সহ প্রমূখ।

এসময় তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড হতে চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে।