নির্মাণের সাত দিনেই ভেঙে পড়লো কালভার্ট

নির্মাণের সাত দিনেই ভেঙে পড়লো কালভার্ট

প্রথম নিউজ, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি বক্স কালভার্ট নির্মাণের সাত দিনেই ভেঙে পড়েছে। ফলে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। উপায় না পেয়ে ভেঙে যাওয়া কালভার্টের জায়গায় গাছের টুকরো দিয়ে পারাপার হচ্ছেন মানুষ।

অভিযোগ আছে, বক্স কালভার্টটি নির্মাণে অনিয়ম হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কালভার্টটি নির্মাণের দায়িত্ব পান ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রুবিনা। যার ব্যয় ধরা হয়েছে ৫৫ হাজার টাকা। ১ জুলাই নির্মাণ কাজ শুরু হয় আর ৩ জুলাই কাজ শেষ হয়। নির্মাণ শেষ হওয়ার সাত দিনের মাথায় পানির স্রোতে ভেঙে যায় কালভার্টটি।

বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে বাবা কবির হোসেন ও ব্যক্তিগত সহকারী সিদ্দিককে দিয়ে কালভার্টটি নির্মাণ করেছেন তিনি। আগে মোটা প্লাস্টিকের পাইপ ও মাটি দিয়ে স্থানীয় বানানো বাঁধের ওপর লোকজনসহ হালচাষের গরু ও ট্রাক্টর যাতায়াত করতো। বর্তমানে নবনির্মিত কালভার্টটি ভেঙে পানিতে তলিয়ে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী। বর্তমানে গরু ও ট্রাক্টর না নিতে পেরে প্রায় কয়েকশো একর জমি অনাবাদির আশঙ্কা করছে কৃষকরা।

এ বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রুবিনা সংবাদ না করার অনুরোধ জানান। তিনি বলেন, বরাদ্দ কম হওয়ায় সেই টাকা দিয়ে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়েছে। ফলে পানির স্রোতে তা ভেঙে গেছে। সিদ্ধান্ত নিয়েছি ওই স্থানে আবারো পরিষদ থেকে টাকা বরাদ্দ দিয়ে নতুন করে কালভার্ট নির্মাণ করে দেবো।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ জাগো নিউজকে বলেন, ভাতকাঠি খেয়াঘাট এলাকার বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। ওখানে পুনরায় বরাদ্দ দিয়ে নতুন কালভার্ট নির্মাণ করা হবে।