নাবিলার বাগদানের গুঞ্জন
প্রথম নিউজ, বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। রোববার (৫ নভেম্বর) রাতে আংটি হাতে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে এটা হতে যাচ্ছে।’
ছবিটি পোস্ট করার পর অনেকে ধারণা করছেন- নাবিলা বাগদান সেরেছেন। আবার অনেকে বিষয়টা নাটকের দৃশ্য বলে মনে করছেন। এ নিয়ে মিডিয়াপাড়ায় এখন গুঞ্জন চলছে।
অভিনেত্রী নাবিলা জানান, পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। সো’র উত্তর জানতে হলে আসলে আরও দুদিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিনদিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এ টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সব কিছুই ঠিক আছে।
নাবিলা ইসলাম জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এমবিএ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে।